বিভাগ – I : সাধারণ জ্ঞান
- ভারতের জাতীয় পতাকা কে ডিজাইন করেছিলেন?
a) পিংগালি ভেঙ্কাইয়া
b) রাজেন্দ্র প্রসাদ
c) বি আর আম্বেদকর
d) জওহরলাল নেহেরু - কোন নদীকে “দক্ষিণ গঙ্গা” বলা হয়?
a) গোদাবরী
b) কৃষ্ণা
c) কাবেরী
d) মহানদী - ভারতের প্রথম পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কে ছিলেন?
a) বি আর আম্বেদকর
b) জওহরলাল নেহেরু
c) রাজেন্দ্র প্রসাদ
d) মৌলানা আজাদ - ‘বিসমিল্লাহ খান’ কোন বাদ্যযন্ত্রে বিখ্যাত ছিলেন?
a) বাঁশি
b) শেহনাই
c) সরোদ
d) সেতার - ‘সুবর্ণরেখা’ নদী কোন রাজ্যে অবস্থিত?
a) পশ্চিমবঙ্গ
b) ঝাড়খণ্ড
c) ওড়িশা
d) সবক’টি - “ভারতীয় রেল” কোন সালে শুরু হয়েছিল?
a) 1843
b) 1853
c) 1863
d) 1873 - “জাতীয় বিজ্ঞান দিবস” কবে পালন করা হয়?
a) 28 ফেব্রুয়ারি
b) 15 মার্চ
c) 5 এপ্রিল
d) 11 মে - “তাম্রলিপ্ত” প্রাচীন বন্দর কোথায় ছিল?
a) বিহার
b) পশ্চিমবঙ্গ
c) মহারাষ্ট্র
d) গুজরাট - ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হয়েছিল?
a) নারোরা
b) রাওরকেলা
c) তারাপুর
d) কাকরাপাড় - “পঞ্চায়েতি রাজ” শব্দটি প্রথম কোথায় চালু হয়?
a) রাজস্থান
b) মহারাষ্ট্র
c) গুজরাট
d) উত্তরপ্রদেশ - “সুন্দরবন” কোন ধরণের বন?
a) শুষ্ক অরণ্য
b) ম্যানগ্রোভ
c) তৃণভূমি
d) নাতিশীতোষ্ণ - “শ্রীহরিকোটা” কোন রাজ্যে অবস্থিত?
a) মহারাষ্ট্র
b) অন্ধ্রপ্রদেশ
c) গুজরাট
d) তামিলনাড়ু - “ইলাহাবাদ” শহরের নতুন নাম কী?
a) অযোধ্যা
b) গঙ্গাপুর
c) প্রয়াগরাজ
d) কাশী - UNESCO এর পূর্ণরূপ কী?
a) United Nations Economic and Social Council
b) United Nations Educational, Scientific and Cultural Organization
c) United Nations Environment and Social Council
d) United Nations Energy and Science Committee - “ভারতের সংবিধান” কবে কার্যকর হয়?
a) 26 জানুয়ারি 1950
b) 15 আগস্ট 1947
c) 26 নভেম্বর 1949
d) 2 অক্টোবর 1952
বিভাগ – II : কারেন্ট অ্যাফেয়ার্স
-
Poonam Gupta কে নতুন ডেপুটি গভর্নর নিযুক্ত করা হয়েছে কোন সংস্থায় ২০২৫-এ?
a) SBI
b) RBI
c) SEBI
d) NABARD -
V. Narayanan কে ২০২৫-এর শুরুতে নিযুক্ত করা হয়েছিল কোন সংস্থার প্রধান হিসেবে?
a) ISRO
b) DRDO
c) NITI Aayog
d) CSIR -
CP Radhakrishnan কোন অফিসে শপথগ্রহণ করেছেন ২০২৫-এ?
a) রাষ্ট্রপতি
b) উপ-রাষ্ট্রপতি
c) প্রধানমন্ত্রী
d) সাংসদ -
Satya Srinivas কে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে ২০২৫-এ?
a) Executive Director at IMF
b) Executive Director at ADB
c) Executive Director at World Bank
d) Executive Director at UNDP -
“FTI-TTP” (Fast Track Immigration-Trusted Traveller Programme) কোথায় চালু করা হয়েছে?
a) কলকাতা এয়ারপোর্ট
b) দিল্লি এয়ারপোর্ট
c) লখনউ এয়ারপোর্ট
d) বেনগালুরু এয়ারপোর্ট -
ভারতের প্রধান অর্থ উপদেষ্টা বলেছেন যে U.S. শীঘ্রই কোন রকম কর কমাতে পারে ভারতীয় পণ্যের ওপর?
a) Export শুল্ক
b) মুল্য সংযোজন কর
c) বিক্রয় কর
d) আয়কর -
Rajeshwar Singh কে ২০২৫-এ কোন পদে নিয়োগ দেওয়া হয়েছে?
a) State Election Commissioner, Rajasthan
b) Governor of Rajasthan
c) Chief Justice of Rajasthan High Court
d) Advocate General, Rajasthan -
নতুন “Swastha Nari Sashakt Parivar” উদ্যোগটি কাদের জন্য শুরু করা হয়েছে বলেছে সরকার?
a) পুরুষ ও শিশু
b) মহিলা ও শিশু
c) বৃদ্ধ ও পঙ্গু
d) সব নাগরিক - 2023 সালে G20 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
a) নয়াদিল্লি
b) জাকার্তা
c) রোম
d) ব্রিসবেন - 2023 সালে নোবেল শান্তি পুরস্কার কে পান?
a) নাদিয়া মুরাদ
b) নিলস ক্রিস্টি
c) নার্গেস মোহাম্মাদি
d) আং সান সু চি - ভারতের বর্তমান লোকসভার স্পিকার কে?
a) ওম বিড়লা
b) সুমিত্রা মহাজন
c) এম বীরলা
d) রামচন্দ্র প্রসাদ - 2022 সালের FIFA World Cup বিজয়ী দেশ কোনটি?
a) ব্রাজিল
b) ফ্রান্স
c) আর্জেন্টিনা
d) জার্মানি - ‘অ্যাডানি গ্রুপ’ প্রধান কে?
a) গৌতম আদানি
b) রাকেশ ঝুনঝুনওয়ালা
c) কুমার মঙ্গলম বিড়লা
d) মুকেশ আম্বানি - 2024 সালের ইউনিয়ন বাজেট কে উপস্থাপন করেছেন?
a) পী চিদাম্বরম
b) নির্মলা সীতারামন
c) অরুণ জেটলি
d) অমিত শাহ - ভারতের প্রথম ‘সেমি-হাইস্পিড’ ট্রেন কোনটি?
a) শতাব্দী এক্সপ্রেস
b) বন্দে ভারত এক্সপ্রেস
c) রাজধানী এক্সপ্রেস
d) গতি শক্তি এক্সপ্রেস
বিভাগ – III : ইংরেজি
- Antonym of “Expand”:
a) Enlarge
b) Contract
c) Extend
d) Broaden - Correct spelling:
a) Accomodation
b) Accommodation
c) Acomodation
d) Accommedation - Synonym of “Happy”:
a) Sad
b) Cheerful
c) Angry
d) Fearful - Choose the correct verb: He ____ to school every day.
a) go
b) goes
c) going
d) gone - Passive voice: She wrote a letter.
a) A letter writes by her
b) A letter was written by her
c) A letter is written by her
d) A letter has written by her - The plural of “Child” is:
a) Childs
b) Children
c) Childrens
d) Childern - Fill in the blank: They are interested ____ music.
a) in
b) on
c) to
d) for - Antonym of “Strong”:
a) Weak
b) Powerful
c) Sturdy
d) Tough - One who studies earthquakes is called:
a) Geologist
b) Seismologist
c) Archaeologist
d) Meteorologist - Synonym of “Beautiful”:
a) Ugly
b) Pretty
c) Dirty
d) Awful - Choose the correct article: He is ____ MLA.
a) a
b) an
c) the
d) no article - Opposite gender of “Duke”:
a) Duchess
b) Lady
c) Princess
d) Queen - Correct spelling:
a) Recieve
b) Receive
c) Receeve
d) Receaive - Antonym of “Success”:
a) Victory
b) Defeat
c) Triumph
d) Achievement - The past tense of “Write” is:
a) Write
b) Written
c) Wrote
d) Writing
বিভাগ – IV : অঙ্ক
- 5 সংখ্যার গড় 40। প্রথম চারটি 36, 42, 39, 41 হলে পঞ্চম সংখ্যা?
a) 40, b) 42, c) 44, d) 46 - দৈর্ঘ্য ২০% বাড়ানো, প্রস্থ ১০% কমানো হলে ক্ষেত্রফল কেমন পরিবর্তন হবে?
a) 8% বৃদ্ধি, b) 8% হ্রাস, c) 2% বৃদ্ধি, d) পরিবর্তন নেই - প্রথম পদ 3, সাধারণ অন্তর 7। 20তম পদ কত?
a) 129, b) 136, c) 140, d) 150 - একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20 সেমি, প্রস্থ 15 সেমি। এর ক্ষেত্রফল কত?
a) 250
b) 200
c) 300
d) 150 - একটি ত্রিভুজের তিন বাহু 3, 4, 5 সেমি। ক্ষেত্রফল কত?
a) 6
b) 7
c) 8
d) 9 - 3/4 এর শতকরা মান কত?
a) 65%
b) 70%
c) 75%
d) 80% - একটি ট্রেনের গতি 60 কিমি/ঘণ্টা। 180 কিমি যেতে সময় লাগবে কত?
a) 2 ঘণ্টা
b) 3 ঘণ্টা
c) 4 ঘণ্টা
d) 5 ঘণ্টা - একটি পণ্যের ক্রয়মূল্য 500 টাকা, বিক্রয়মূল্য 600 টাকা। শতকরা লাভ কত?
a) 10%
b) 15%
c) 20%
d) 25% - বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 625 বর্গসেমি। কর্ণের দৈর্ঘ্য কত?
a) 25√2 সেমি, b) 35√2 সেমি, c) 50 সেমি, d) 25 সেমি - রেলগাড়ি 110 মিটার, বেগ 60 কিমি/ঘণ্টা। একটি খুঁটি অতিক্রম করতে কত সেকেন্ড লাগবে?
a) 5 সেকেন্ড, b) 6.6 সেকেন্ড, c) 7.2 সেকেন্ড, d) 8 সেকেন্ড - দুধ:পানি 7:3। 10 লিটার পানি যোগ করলে অনুপাত হবে 7:5। প্রাথমিক দুধ কত লিটার ছিল?
a) 30 লি, b) 35 লি, c) 40 লি, d) 45 লি - ট্রেন ৬০ কিমি/ঘণ্টায় ১৮০ কিমি যেতে কত সময় লাগবে, আর ৮০ কিমি/ঘণ্টায় গেলে কত সময় বাঁচে?
a) 3 ঘন্টা, 30 মিনিট বাঁচে
b) 3 ঘন্টা, 45 মিনিট বাঁচে
c) 2.5 ঘন্টা, 30 মিনিট বাঁচে
d) 2 ঘন্টা, 1 ঘন্টা বাঁচে - একটি কাজ A একা 10 দিনে, B একা 15 দিনে করে। একত্রে করলে কাজটি কত দিনে শেষ হবে?
a) 5
b) 6
c) 8
d) 9 - 20% of 450 = ?
a) 60
b) 80
c) 90
d) 100 - ঘড়ি ৫ মিনিট এগিয়ে, প্রতিদিন ১৫ সেকেন্ড পিছিয়ে যায়। কত দিনে ঘড়িটি সঠিক হবে?
a) 10 দিন, b) 15 দিন, c) 20 দিন, d) 25 দিন
১. উত্তর: a) পিংগালি ভেঙ্কাইয়া. কারণ তিনি জাতীয় পতাকার মূল নকশা করেছেন.
২. উত্তর: a) গোদাবরী. গোদাবরীকে “দক্ষিণ গঙ্গা” বলা হয়.
৩. উত্তর: b) জওহরলাল নেহেরু. তিনি প্রথম পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান ছিলেন.
৪. উত্তর: b) শেহনাই. বিসমিল্লাহ খান শেহনাই বাজাতেন.
৫. উত্তর: d) সবক’টি. সুবর্ণরেখা ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ ও ওড়িশা দিয়ে বয়ে যায়.
৬. উত্তর: b) 1853. ভারতের প্রথম যাত্রী রেল 1853 সালে চালু হয়।
৭. উত্তর: a) 28 ফেব্রুয়ারি. জাতীয় বিজ্ঞান দিবস প্রতিবছর 28 ফেব্রুয়ারি পালিত হয়।
৮. উত্তর: b) পশ্চিমবঙ্গ. তাম্রলিপ্ত প্রাচীন বন্দর পশ্চিমবঙ্গের অন্তর্গত।
৯. উত্তর: c) তারাপুর. ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হিসেবে তারাপুর স্থাপিত হয়।
১০. উত্তর: a) রাজস্থান. পঞ্চায়েতি রাজ সীমাতে প্রথমভাবে রাজ্যে কার্যকর হয়েছে।
১১. উত্তর: b) ম্যানগ্রোভ. সুন্দরবন হচ্ছে ম্যানগ্রোভ বন।
১২. উত্তর: b) অন্ধ্রপ্রদেশ. শ্রীহরিকোটা অন্ধ্রপ্রদেশে অবস্থিত।
১৩. উত্তর: c) প্রয়াগরাজ. ইলাহাবাদের নতুন নাম প্রয়াগরাজ।
১৪. উত্তর: b) United Nations Educational, Scientific and Cultural Organization. UNESCO = ইউরোপীয় নয়, এই পূর্ণরূপটি সঠিক।
১৫. উত্তর: a) 26 জানুয়ারি 1950. ভারতের সংবিধান 26 জানুয়ারি 1950 থেকে কার্যকর হয়।
১৬. উত্তর: b) RBI. Poonam Gupta কে 2025 সালে রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর নিযুক্ত করা হয়েছে.
১৭. উত্তর: a) ISRO. V. Narayanan 2025 সালের শুরুতে ISRO প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন.
১৮. উত্তর: b) উপ-রাষ্ট্রপতি. C.P. Radhakrishnan ২০২৫ সালে উপ-রাষ্ট্রপতির অফিসে শপথগ্রহণ করেছেন.
১৯. উত্তর: b) Executive Director at ADB. Satya Srinivas কে ADB তে ভারতের Executive Director পদে নিয়োগ দেওয়া হয়েছে.
২০. উত্তর: b) দিল্লি এয়ারপোর্ট. FTI-TTP প্রথম ধাপে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে (দিল্লি) চালু করা হয়।
২১. উত্তর: a) Export শুল্ক. ভারতের প্রধান অর্থ উপদেষ্টা বলেছেন যে U.S. শীঘ্রই ভারতীয় পণ্যের ওপর আরোপিত শুল্ক কমাতে পারে.
২২. উত্তর: a) State Election Commissioner, Rajasthan. Rajeshwar Singh কে রাজস্থানের State Election Commissioner করা হয়েছে.
২৩. উত্তর: b) মহিলা ও শিশু. “Swastha Nari Sashakt Parivar” উদ্যোগটি প্রধানত মহিলা ও শিশুকে লক্ষ্য করে শুরু করা হয়েছে.
২৪. উত্তর: a) নয়াদিল্লি. 2023 সালে G20 সম্মেলন নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়।
২৫. উত্তর: c) নার্গেস মোহাম্মাদি. 2023 সালে শান্তি নোবেল পুরস্কার নার্গেস মোহাম্মাদিকে দেয়া হয়।
২৬. উত্তর: a) ওম বিড়লা. বর্তমান লোকসভার স্পিকার ওম বিড়লা।
২৭. উত্তর: c) আর্জেন্টিনা. 2022 সালের FIFA World Cup বিজয়ী আর্জেন্টিনা।
২৮. উত্তর: a) গৌতম আদানি. অ্যাডানি গ্রুপের প্রধান গৌতম আদানি।
২৯. উত্তর: b) নির্মলা সীতারামন. 2024 সালের ইউনিয়ন বাজেট নির্বাচনের সময় নির্মলা সীতারামন উপস্থাপন করেছিলেন।
৩০. উত্তর: b) বন্দে ভারত এক্সপ্রেস. ভারতের প্রথম ‘সেমি-হাইস্পিড’ ট্রেন হিসেবে বন্দে ভারত এক্সপ্রেস পরিচিত।
৩১. উত্তর: b) Contract. “Expand” এর বিপরীত শব্দ “Contract”.
৩২. উত্তর: b) Accommodation. সঠিক বানান Accommodation.
৩৩. উত্তর: b) Cheerful. “Happy” এর সমার্থক শব্দ Cheerful.
৩৪. উত্তর: b) goes. He goes to school every day.
৩৫. উত্তর: b) A letter was written by her. Passive voice: She wrote a letter.
৩৬. উত্তর: b) Children. “Child” এর বহুবচন Children.
৩৭. উত্তর: a) in. They are interested in music.
৩৮. উত্তর: a) Weak. “Strong” এর বিপরীত Weak.
৩৯. উত্তর: b) Seismologist. ভূকম্প (earthquake) অধ্যয়নকারী Seismologist.
৪০. উত্তর: b) Pretty. “Beautiful” এর সমার্থক Pretty.
৪১. উত্তর: b) an. He is an MLA. শব্দটি স্বরবর্ণ শুরু হলে “an” ব্যবহার।
৪২. উত্তর: a) Duchess. Duke এর বিপরীত লিঙ্গ Duchess।
৪৩. উত্তর: b) Receive. সঠিক বানান Receive.
৪৪. উত্তর: b) Defeat. “Success” এর বিপরীতে Defeat।
৪৫. উত্তর: c) Wrote. “Write” এর অতীত কাল Wrote।
৪৬. উত্তর: b) 42. মোট গড় 40 হলে মোট যোগফল 200, প্রথম চারটির যোগ 158, পঞ্চম = 200-158 = 42.
৪৭. উত্তর: a) 8% বৃদ্ধি. দৈর্ঘ্য 20% বাড়লে গুণক 1.2, প্রস্থ 10% কমালে গুণক 0.9, মোট পরিবর্তন = 1.2 × 0.9 = 1.08, অর্থাৎ 8% বৃদ্ধি.
৪৮. উত্তর: b) 136. nতম পদ = a + (n-1)d, = 3 + 19×7 = 3 + 133 = 136.
৪৯. উত্তর: c) 300. আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = 20 × 15 = 300 বর্গসেমি.
৫০. উত্তর: a) 6. বাহুগুলো 3,4,5 হলে ত্রিভুজটি সমকোণী, ক্ষেত্রফল = (3×4)/2 = 6.
৫১. উত্তর: c) 75%. 3/4 = 0.75 = 75%.
৫২. উত্তর: b) 3 ঘণ্টা. গতি 60 কিমি/ঘণ্টা হলে 180 কিমি যেতে সময় = 180/60 = 3 ঘণ্টা.
৫৩. উত্তর: c) 20%. লাভ = (600-500)/500 ×100 = 100/500 ×100 = 20%.
৫৪. উত্তর: a) 25√2 সেমি. ক্ষেত্রফল = 625, বর্গের পার্শ্ব = √625 = 25, কর্ণ = 25√2.
৫৫. উত্তর: b) 6.6 সেকেন্ড. গতি 60 কিমি/ঘণ্টা = 16.666… মি/সে, সময় = 110 / 16.666… ≈ 6.6 সেকেন্ড.
৫৬. উত্তর: b) 35 লিটার. ধরা milk = 7x, water = 3x; 3x+10 হলে অনুপাত 7:5 => 7x/(3x+10)=7/5, সমাধান দিলে x=5, milk = 7×5 = 35 লিটার.
৫৭. উত্তর: b) 3 ঘন্টা, 45 মিনিট বাঁচে. 60 কিমি/ঘণ্টায় সময় 3 ঘণ্টা. 80 কিমি/ঘণ্টায় সময় = 180/80 = 2.25 ঘণ্টা = 2 ঘন্টা 15 মিনিট. সময় বাঁচে = 3 ঘন্টা – 2 ঘন্টা 15 মিনিট = 45 মিনিট. তাই প্রদত্ত ফরম্যাটে প্রথম অংশ 3 ঘন্টা, বাঁচা সময় 45 মিনিট.
৫৮. উত্তর: b) 6 দিন. A একা 10 দিনে, B একা 15 দিনে, একত্রে rate = 1/10 + 1/15 = 1/6, কাজ হবে 6 দিনে.
৫৯. উত্তর: c) 90. 20% of 450 = 0.2 × 450 = 90.
৬০. উত্তর: c) 20 দিন. ঘড়ি প্রথমে 5 মিনিট = 300 সেকেন্ড এগিয়ে ছিল। প্রতিদিন 15 সেকেন্ড পিছিয়ে গেলে 300/15 = 20 দিনে ঘড়িটি সঠিক হবে।